আজ চাঁদপুর মৎস্য বণিক সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার
আজ সোমবার (২৫ জানুয়ারি) চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বড় স্টেশন মাছঘাটে এলাকায় যেন এখন আনন্দের বন্যা বইছে প্রার্থীদের পক্ষের লোকজনের মাঝে। সভাপতি পদে আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া ও আব্দুল বারি জমাদার এবং সাধারণ সম্পাদক পদে রোটা. শবে বরাত সরকার ও আনোয়ার হোসেন গাজী উভয়েই নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদী।
এবছর ১১টি পদের বিপরিতে ২০ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা কাদের ভোট দিয়ে আগামির নেতৃত্বের জন্য মনোনীত করবে সেই হিসেব নিকেশ আজ ভোটের মাধ্যমে বোঝা যাবে।
চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচনে ২৮৭ জন ভোটার ভোট দিয়ে কাদেরকে বিজয়ী করবে সেই জল্পনা কল্পনার অবসান ঘটবে আজ। প্রার্থীগণ ভোটারদের সাথে স্বাক্ষাতে ব্যস্ত সময় পার করছে।
এবছর সভাপতি পদে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু ও আবদুল বারী জমাদার প্রতিদ্বন্দীতা করছেন। সাধারণ সম্পাদক পদে হাজী মো. শবে বরাত সরকার ও হাজী মো. আনোয়ার হেসেন গাজী। সহ-সভাপতি পদে মুনসুর বন্দুকশী ও মো. বাদশা মাল। যুগ্ম সম্পাদক পদে মো. সোহেল গাজী ও মো. শাহজাহান বেপারী। কোষাদক্ষ পদে মাঈনুদ্দীন বেপারী ও জাহাঙ্গীর জমাদার। সদস্য পদে ছানা উল্লা মিজি, ইয়াকুব খান, আব্দুল খালেক বেপারী, রুহুল আমিন গাজী, ওমর ফারুখ, সুমন খান, মাসুম মিয়া মাসুদ, দাদন মিয়া বেপারী, সিদ্দীক আলী প্রধানিয়া ও কৃষ্ণ চন্দ্র দে।
গতকাল রোববার সন্ধ্যায় বড় স্টেশন মাছ ঘাটে গিয়ে দেখা যায়, রঙ-বেরঙয়ের পোস্টার, ব্যানার আর ফ্যাস্টুনে পুরো মাছ ঘাট ছেয়ে আছে। প্রার্থীর পক্ষের লোকজন আরো ব্যানার পোস্টার লাগাচ্ছে। প্রার্থীরা ভোটার দের দ্বারে দ্বারে ঘুরছে ভোটের জন্য। এক কথায় বলা চলে যেন মৎস্য বণিক সমিতির নির্বাচনকে ঘিরে মাছ ঘাটে যেন আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।
২৫ জানুয়ারি, ২০২১।