আজ চাঁদপুর সদর দলিল লেখক সমিতির নির্র্বাচন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ দলিল লেখক সমিতি চাঁদপুর সদর উপজেলা শাখার ৩ বছর মেয়াদী কমিটির নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। চাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিসে যেন দলিল লেখকদের মধ্যে আনন্দ-উদ্দীপনা চলছে। কার্যকরী ৩টি পদসহ ৬টি পদে ১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত হয়েছেন।

এরা হলেন- সহ-সাধারণ সম্পাদক মো. হানিফ আখন্দ, অর্থ সম্পাদক মো. মোরশেদ আলম ভুট্টু ও দপ্তর সম্পাদক আমিনুল আলম রিয়াদ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার লক্ষ্যে রুহুল আমিন পাটওয়ারীকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। সহকারী নির্বাচন কমিশনার হলেন মো. মোখলেছুর রহমান, কাজী ওয়ালী আহমেদ ও মোতালেব খান।

বাংলাদেশ দলিল লেখক সমিতি চাঁদপুর জেলা শাখার সফল সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল সভাপতি পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম মোস্তফা খান ও ছাদুর রহমান মুন্সি।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সাইদুর রহমান মানিক ও আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে মো. মফিজ উল্লাহ মিয়াজী ও এমআই মমিন খান, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. বেলাল আহমেদ ও গিয়াস উদ্দিন তালুকদার, প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহরাব হোসেন নাছির মো. শাহআলম খান। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. হুমায়ুন কবির, ফয়েজ আহমেদ, আল-আমিন খান ও মাইনুদ্দিন শাহ।

কার্যকরী এই ৪ জন সদস্যের মাঝে ৩ জন বিজয়ী হবেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির ৫৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করে বিজয়ী করবেন।