স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্ট, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও কোর্ট স্টেশনস্থ পাটওয়ারী নিউজ পেপার এজেন্সীর স্বত্বাধিকারী মো. নূর নবী পাটোয়ারীর আজ ৩য় মুত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার মরহুম নূর নবী পাটওয়ারীর বাসভবন শহরের গুয়াখোলা এলাকায় পারিবারিকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
নূর নবী পাটোয়ারী ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ২০মিনিটে ঢাকার বনশ্রীতে ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে তার জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। ওই সময়ে তার মৃত্যুতে চাঁদপুরের পত্রিকা বিলিকারক ও তার আত্মীয়স্বজন তথা সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।
নূর নবী পাটোয়ারীর বাবা মরহুম তসলিম পাটোয়ারীর কাছ থেকে হাতেখড়ি নিয়ে ১৯৮৮ সাল থেকে পত্রিকার এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি নব্বইয়ের দশক থেকে সংবাদপত্রের সাথে সম্পৃক্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত চাঁদপুর জেলায় জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্ট হিসেবে দক্ষতা ও সুনামের সাথে মানুষের সেবা করে গেছেন। নিরলস পরিশ্রম ও কঠোর সাধনায় তার প্রতিষ্ঠানটি (পত্রিকার এজেন্ট) দেশের মধ্যে শ্রেষ্ঠ এজেন্ট হিসেবে বেশ ক’বার স্বীকৃতি লাভ করেছে। পরোপকারী হিসেবে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ। আত্মীয়-স্বজন থেকে শুরু করে চাঁদপুরের অনেক অসহায় মানুষ তার সাহায্য-সহযোগিতা লাভ করেছে। জীবনের উপার্জিত অর্থ সর্বদা মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। সর্বদা হাস্যোজ্জ্বল ও সৌখিনতা তার অভ্যাসে পরিণত ছিলো।
চাঁদপুরবাসী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি যেনো জান্নাতবাসী হোন- এ দোয়া করেন।
৩০ সেপ্টেম্বর, ২০১৯।