স্টাফ রিপোর্টার
দৈনিক ইল্শেপাড়ের সাবেক প্রধান সম্পাদক মাও. এস এম আনওয়ারুল করীমের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৪ সালের ৯ এপ্রিল সকাল ১০টায় তিনি চাঁদপুরস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক ইল্শেপাড়ের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মাও. এস এম আনওয়ারুল করীম দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারত ও বাংলাদেশে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, বাবা-মা, ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বিকেল সাড়ে ৩টায় এসএম আনওয়ারুল করীমের জানাজা চাঁদপুর শহরের ইচলী এলাকার দক্ষিণ ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মধ্য ইচলী পাকা জামে মসজিদের সামনে কবরস্থানে দাফন করা হয়।
মরহুম এসএম আনওয়ারুল করীম শহরের কোড়ালিয়া রোডস্থ হাজী শরীয়ত উল্লাহ্ (রহ.) জামে মসজিদের খতিব ছিলেন। তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠ ও দৈনিক ইল্শেপাড়ে কাজ করেন। তিনি ইসলামী ৫০ এর বেশি বই নিজের লেখা প্রকাশ করেছেন।
এছাড়া তিনি খেলাফত মজলিস ও ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সাবেক সেক্রেটারী এবং ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
০৯ এপ্রিল, ২০২৫।