স্টাফ রিপোর্টার
আজ ২ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের মহান সংগঠক, প্রথিতযশা সাংসদ মরহুম মিজানুর রহমান চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী। একইদিনে মরহুমের বড় ছেলে আব্দুল্লাহ মিজান দীপু চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় মরহুমদের কবরে ফাতেহা পাঠ ও দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। চাঁদপুরের নিজ বাড়িতে কোরআন তেলাওয়াত এবং বাদ আসর বিভিন্ন মসজিদে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের নেতা-কর্মী, শুভাকাক্সক্ষী, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের যেনো আল্লাহপাক তাঁদের জীবদ্দশার সমস্ত ভুলত্রুটি মাফ করে জান্নাতুল ফিরদাউস নছিব করেন।
পরিবারের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর কাছে দোয়া কামনা করেন সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ছেলে আমানউল্লাহ মিজান।
০২ ফেব্রুয়ারি, ২০২৩।