হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন নৌকার মার্কার সমর্থনে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় ছোট লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মো. জমিদ হোসেন বেপারীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক গাজি সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মো. আতিকুর রহমান পাটওয়ারী, হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনি, উপজেলা যুবলীগ নেতা মো. নজির কবিরাজ, ইউপি সদস্য আলমগীর তহশিলদারি, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক মো. মজিব উল্লাহ মানিক, আলগী উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. মহাসিন পাটওয়ারী, স্থানীয় মিজান আখন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আব্দুর রহমান রিয়াদ, ইউপি সদস্য আলি আহম্মদ কবিরাজ, মো. এমরান হোসেন।
১৬ ডিসেম্বর, ২০২১।