স্টাফ রিপোর্টার
আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে শহরের বড় স্টেশন রেলওয়ে দারুচ্ছুন্না মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও ইসলাহী মাহফিলে সভাপতিত্ব করেন রেলওয়ে দারুচ্ছুন্না মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি সিরাজুল ইসলাম।
দোয়া ও ইসলাহী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শেখ আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান নসিহত পেশ করেন তরুণ বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।
চাঁদপুর দারুল করীম মহিলা মাদ্রাসার মুহতামিম মাও. আনোয়ার আল-নোমানের পরিচালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জাফরাবাদ মাদ্রাসার মুহতামিম খাজা আহমাদুল্লাহ, এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমদ, আল কারীম মাদ্রাসার মুহতামিম মাও. নুরুল আমিন, নুরুল কুরান একাডেমির পরিচালক মুফতি আমিনুল্লাহ বিন নূরী প্রমুখ।
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে দোয়া ও ইসলাহী মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
১৪ অক্টোবর, ২০২০।