স্টাফ রিপোর্টার
চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী ও জেডেসি পরীক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে গতকাল বুধবার মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র পরীক্ষায় পাস আর সার্টিফিকেট নিতে শিক্ষা প্রতিষ্ঠান নয়, নৈতিক শিক্ষা ও শিষ্টাচার সম্পর্কে জ্ঞান তথা মানবিক গুণাবলীও অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন করতে হলে ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা নিতে হবে। আমাদের মহান কিতাব আল কোরানের আলোয় আলোকিত হতে হবে। নিজেকে একজন সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নবীজির আদর্শকে অনুসরণ করতে হবে। যেদিন এসব অর্জন হবে সেদিনই মনে করবে তোমরা একজন পরিপূর্ণ মানুষ। আমি তোমাদের জন্য দোয়া করি। তোমরা ভালো করো, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের মুখ উজ্বল করো, একজন দেশপ্রেমিক হয়ে নিজেকে দেশ সেবায় আত্মনিয়োগ করো।
তিনি আরো বলেন, শুধুই সার্টিফিকেট অর্জন আর কতগুলো ছোটবড় কিতাব উল্টালেই শিক্ষিত হওয়া যায়, এমন ধারণা যারা করে তারা সত্যিকার মানুষ হতে পারে না, জ্ঞানী হতে পারে না। একজন পরিপূর্ণ মানুষকে সবাই পছন্দ করে। এখন থেকেই নিজেকে গড়ার জন্য পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের মুখ উজ্বল করতে যা যা শিক্ষা প্রয়োজন তা শিখে নাও। আমরা তোমাদের মঙ্গলের জন্য আছি সব সময়।
অনুষ্ঠানে সভাতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
- Home
- Uncategorized
- আহমাদিয়া মাদ্রাসায় পরীক্ষার্থীদের জন্য দোয়া
Post navigation
