স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসেছে বলেই জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে গরিব ও অসহায়দের মাঝে (অর্থ বিতরণ) চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনা সুখে-দুঃখে সব সময় চাঁদপুরের মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগও মা-মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে হাসি থাকবে। তাদের অন্ন-বস্ত্র-বাসস্থান হবে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর এমন কোন শক্তি নেই আমাদের কোন ক্ষতি করতে পারবে। তিনি আরো বলেন, অসম্ভবকে সম্ভব করার নামই হলো জননেত্রী শেখ হাসিনা। সব ক্রাইসিস মোকাবেলায় দক্ষ নাবিক হলেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর কন্যার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজ উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে। দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি উন্নয়ন আর উন্নয়ন। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। এছাড়া আর কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রশাসক আলহাজ ওসমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য অ্যাডভোকেট কাজী হাবিবুর রহমান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সমন্বয়ক আখলাকুর রহমান মাইনু।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জসিম উদ্দিন মিঠু, অ্যাডভোকেট আহসান হাবীব, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জসিম পাটওয়ারী, অ্যাডভোকেট দেবাশীষ কর মধু, জয়নাল আবদিন, ত্রাণ উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, বারেক মাতাব্বর, শেখ সুমন, দেলওয়ার হোসেন প্রমুখ।
০১ জুন, ২০২২।