ইলশেপাড়ের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সত্য, বস্তুনিষ্ট ও সামাজিক দায়বদ্ধতামূলক সংবাদই সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে পারে

মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুরের পাঠক প্রিয় দৈনিক ‘ইলশেপাড়’ পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রতিনিধিদের সাথে মতবিনিময়, সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান, প্রয়াতদের মাগফেরাত, ইলশেপাড় পরিবার, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্রিকার প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, কার্যকরি সদস্য এমএ লতিফ ও হাজীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন লিটন।
মতবিনিময়কালে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম বিশেষ করে প্রিন্ট পত্রিকায় চলমান এ সঙ্কটকালে সত্য, বস্তুনিষ্ট ও সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতাই কেবলমাত্র সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে পারে। সমাজ ও জনস্বার্থমূলক কর্মকান্ডের মাধ্যমেই সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সম্পাদক মনির হোসেন, বিশেষ প্রতিনিধি এসএম চিশতী ও মফিজুল ইসলাম চৌধুরী সাগর, ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ নবী নোমান, মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও কচুয়ার ভারপ্রাপ্ত ব্যুরো ইনচার্জ আহসান হাবিব সুমন।
এসময় আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান মনা মাস্টার, আবু তালেব সরদার, মনির হোসেন, রুহুল আমিন খাঁন স্বপন, শাহরাস্তি প্রতিনিধি মো. ইউছুফ আলী, রাফিউ হাসান হামজা প্রমুখ। বক্তব্য শেষে দোয়া-মাহফিল পরিচালনা পরিচালনা করেন পীরজাদা আল্লামা মাহফুজ।
এরপর বর্ষসেরা সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও বর্ষসেরা বিজ্ঞাপনদাতা আবু তালেব সরদারকে বিশেষ সম্মাননা পুরস্কার এবং ইলশেপাড় পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ ও পত্রিকার কর্মকর্তারা।
এসময় সিনিয়র স্টাফ রিপোর্টার মানিক দাস, সজীব খান, স্টাফ রিপোর্টার মাজহারুল করিম সুমন, চাঁদপুর সদর উপজেলা প্রতিনিধি নূরে আলম, ডিকে সোলাইমান, আল-আমিন ছৈয়াল, জাকির মজুমদার, মতলব দক্ষিণ প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকুসহ অতিথিবৃন্দ ও ইলশেপাড় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৮ ডিসেম্বর, ২০২৫।