সাহেদ হোসেন দিপু
নৌকা মার্কার সরকার ক্ষমতায় থাকে আপনাদের জীবনমান আরো সুন্দর হবে বলে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। গত শুক্রবার বেলা ১১টায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালায় অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছেন। আর তা সম্ভব হয়েছে। আপনারা নৌকা মার্কাকে ভোট দেয়ার কারনে। এজন্য আমরা আপনাদের কাছে চির ঋণী। আপনাদের ভোটে আমি এমপি হয়েছি। আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন বলেই প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন। আমিও চেষ্টা করেছি আপনাদের জীবনমান উন্নয়ন করতে। এই চরে আপনারা কখনো কি ভেবেছেন রাস্তা পাকাকরণ হবে, বিদ্যুৎ আসবে। আজ দেখেন চরে বিদ্যুৎ এসেছে, রাস্তাগুলো পাকা হয়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার কারণে। যদি নৌকা মার্কার সরকার ক্ষমতায় থাকে আপনাদের জীবনমান আরও সুন্দর হবে, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলামের সেবায় যা কিছু হয়েছে সবই করেছেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা। অথছ কিছু লোক বলছে বইতে ইসলাম বিরোধী কথা লেখা হয়েছে। আমি আপনাদের মেয়ে আমি কি ইসলাম বিরোধী কথা বলতে পারি। যারা ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা কোন ভাল মানুষ হতে পারে না। তারা মানুষের জীবনটা নষ্ট করতে চায়। ধর্ম একটা পবিত্র জিনিস এটা নিয়ে মিথ্যা কথা বলা ঠিক না। যারা মিথ্যাচার করে তাদের কথা বিশ্বাস করবেন না। বইতে কি আছে নিজেরা একটু পড়ে দেখবেন। কিছু কিছু জিনিস নিয়ে লোকজন বলেছে এটা বইতে না থাকলে ভাল হতো, কিছু জায়গায় বেশি বেশি লেখা হয়েছে। আমরা বলেছি ঠিক আছে আগামি বছর নতুন বই আমরা আবার তৈরি করে দিব। ষষ্ট শ্রেণিতে একটি ও সপ্তম শ্রেণিতে একটি বই নতুন করে তৈরি করে দিব। কোন ইসলাম বিরোধী কিছু নাই তবুও আমরা মানুষ যেটা নিয়ে কষ্ট পায়, দ্বিধাদ্বন্দ্বে থাকে ঐটাকে সমাধান করে সেটাকে আমরা সম্মান দিতে চাই। কিন্তু যে মিথ্যাচার করতেছে সেটাকে প্রশ্রয় দেয়া যাবে না। এটা মনে রাখবেন সব সময় নৌকার যারা কাজ করে শেখ হাসিনার যারা কর্মী তারা কখনো ইসলাম বিরোধী কাজ করতে পারে না।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
পরে বিকেল ৩টায় নীলকমল এমজে এস উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভা ও বিকেল ৫টায় নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজান মিয়া, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, আলগী উত্তর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের, গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
১২ ফেব্রুয়ারি, ২০২৩।