
স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
গত সোমবার (১৫ আগস্ট) বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা, কবিতা পাঠ ও হামদ্-নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। সকাল ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ঐসব কর্মসূচি পালন করা হয়।
উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মো. রোস্তম বকাউল, ফেরদৌসি ইয়াসমিন, কামরুন্নাহান ও ফাহমিদা আক্তারসহ অভিভাবক কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
১৮ আগস্ট, ২০২২।