জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা
স্টাফ রিপোর্টার
গত এক সপ্তাহ যাবৎ শাহরাস্তি থেকে চাঁদপুরের অন্যতম পাঠকপ্রিয় দৈনিক ‘ইল্শেপাড়’ পত্রিকার বান্ডিল গায়েব হয়ে যাচ্ছে। তবে কে বা কারা ওই বান্ডিল গায়েব করছেন, তা জানা যায়নি। পত্রিকার প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়মিত প্রকাশনার পাশাপাশি শাহরাস্তিসহ জেলার ৮টি উপজেলার পাঠকের হাতে নিয়মিত পত্রিকা পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু শাহরাস্তি থেকে পত্রিকাটি গায়েব হওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে পাঠকরা পত্রিকা পাচ্ছেন না।
জানা গেছে, প্রতিদিন সকালে উপজেলার দোয়াভাঙ্গা কাজী হুমায়ুনের পত্রিকা বিতানের ঢাকা ও চাঁদপুর থেকে বাসযোগে বিভিন্ন পত্রিকা আসে। সেখান থেকে পত্রিকার বিলিকারক বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ পাঠকের হাতে পৌঁছে দেন। এর মধ্যে গত এক সপ্তাহ যাবৎ জাতীয় ও চাঁদপুরের সব দৈনিকসহ স্থানীয় পত্রিকাগুলোর বান্ডিল পাওয়া গেলেও ইল্শেপাড়ের বান্ডিল পাওয়া যাচ্ছে না।
প্রতিদিন সকালে পত্রিকার এজেন্ট সংশ্লিষ্ট লোকজন ও বিলিকারক আসার আগেই ইল্শেপাড় পত্রিকার বান্ডিল কে বা কারা নিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, কোন সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষ পত্রিকা গায়েব করছেন। সচেতন পাঠক মহল জানান, এ ধরনের ঘটনা দুঃখজনক। যিনি বা যারা পত্রিকা গায়েব বা চুরির সাথে সংশ্লিষ্ট, আশা করি এ সংবাদ প্রকাশের পর তার শুভবুদ্ধির উদয় হবে। তিনি বা তারা এ ধরনের হীন কাজ থেকে বিরত থাকবেন।
এ বিষয়ে শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ জানান, গত এক সপ্তাহ যাবৎ কে বা কারা ইল্শেপাড়ের বান্ডিল চুরি করে নিয়ে যাচ্ছেন, তা বলতে পারবো না। তিনি বলেন, কেউ যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে আমার সাথে বা সম্পাদক মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
এদিকে এ সংবাদের মাধ্যমে কর্তৃপক্ষ পত্রিকা গায়েব বা চুরির সাথে জড়িতদের সতর্ক করেছেন। কর্তৃপক্ষ বলেন, আশা করি সংশ্লিষ্টরা এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। নতুবা আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১২ জুন, ২০২৩।