এক হজযাত্রী ছাড়া উড়েনি উড়োজাহাজ

সাগর চৌধুরী
পাসপোর্ট জটিলতার কারণে এক হজযাত্রীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান, তখন সে কান্না করতে থাকেন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে শান্ত্বনা দিয়ে বলেন, মন খারাপ করো না, আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ কবুল করেনি। লোকটি উত্তর দেয়, আমি হজের নিয়তে এসেছি, আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে এবং আমাকে নিয়ে যাবে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারণে বিমান পুনরায় ফেরত আসছে। ঐ হজযাত্রী লিবিয়ান নাগরিক, তার নাম আমের।
আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেন তাকে না নিয়েই আবার উড্ডয়ন করে। পরক্ষণেই যান্ত্রিক ত্রুটির কারণে আবার ফেরত আসে। ঠিক করার পর আবারো প্লেন ২ বারের মতো উড়াল দেয়। এরপর ঝড়ের কারণে বিমান ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরণ করে।
এবার ঐ বিমানের ক্যাপ্টেন ওই যাত্রীর কাছে এসে বলেন, ‘আল্লাহর কসম আমি আর উড়বো না, যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজের উদ্দেশে রওয়ানা দেয়।

২৯ মে, ২০২৫।