প্রেস বিজ্ঞপ্তি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় আয়োজিত এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্ট আইসিপিসি (ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেসসিফ্রেডর দল। প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্লাড হাউন্ড দল ও দ্বিতীয় রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইপাইন ফ্রাইন দল। আর মেয়েদের সেরা দল হওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউরোস্টিক দল।
গত ১০ নভেম্বর আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্বাধীনতা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে এটাই এযাবৎ কালের সর্ববৃহৎ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে বাংলাদেশের ১০১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইন্সটিটিউটের ২৯৮টি দল (প্রতিটি দলে ৩ জন করে প্রতিযোগী) অংশগ্রহণ করে। এছাড়া নেপাল থেকে তিনটি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার সেরা ২টি দল আগামি ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোর স্বাগতিকতায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফাইনালস ২০১৯ এর মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এবং এডিএন ইডু সাভিসেস ও এসএসএল ওয়ারলেস, বাংলাদেশ কম্পিউটার স্সোাইটি ও ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের সহ-পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে পৃথিবীর বৃহত্তর পরিসরে এ মেগা ইভেন্টের আয়োজন করা হয়।
গন্ধ্যায় পুরকার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসং আর এন্ড ডি ইন্সটিটিউট বাংলাদেশের চীফ অপারেটিং অফিসার ও সিএফও ড্যানিয়েল ডকিউন কিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের প্রফেসর হাফিজ মো. হাসান বাবু। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহাবুবুল হক মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কনটেস্ট ডিরেক্টর অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন ও কনটেস্টের প্রধান বিচারক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডীন অধ্যাপক আবুল এল হক, সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার, এসএসএল ওয়ারলেসের চীফ অপারেটিং অফিসার আশিস চক্রবর্তী, চীফ টেকনিক্যাল অফিসার শাহাজাদা রিদওয়ান এবং ডাটাসফট্ সিস্টেমস লিমিেিটডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব জামান প্রমুখ।
এর আগে সকালে প্রধান অতিথি হিসাবে জমকালো এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
এবারের প্রোগ্রামিং কনটেস্টটিকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য আয়োজকদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল এবং এ প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আগামি ওয়ার্ল্ড ফাইনালে ভাল করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করা হয়েছে।
সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা পাঁচ ঘণ্টা এ প্রোগ্রামিং প্রতিযোগিতা চলে। এ বছর এসিএম-আইসিপিসি ঢাকা অঞ্চল ২০১৮ ব্যাপক পরিসরে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্টের পাশাপাশি এই জমকালো আয়োজনে ছিল টেকনিক্যাল টকস, সিএসআইএস, ফান ইভেন্টস এবং পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
- Home
- শিক্ষা ও সাহিত্য
- এসিএম-আইসিপিসি কনটেস্ট ঢাকা রিজিওনাল চ্যাম্পিয়ন শাবিপ্রবি ও প্রথম রানারআপ বুয়েট