নোমান হোসেন আখন্দ
সৌদি আরবে পবিত্র ওমরা পালন করতে গিয়ে শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী মো মোশারফ হোসেন মিয়াজী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্রে জানায়, মোশারফ হোসেন মিয়াজী পবিত্র ওমরা পালনের জন্য গত রমজান মাসে সৌদি আরবে গমন করেন। সাথে তার স্ত্রী ও পুত্রবধূ ছিলেন। পবিত্র ওমরা পালন শেষে তিনি ও তার পরিবার সৌদি আরবে অবস্থানরত তার ছেলের বাসায় অবস্থান করছিলেন। চলতি মাসের প্রথম সপ্তাহে ব্রেন স্টোকজনিত রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হলে রোববার (১৪ মে) সকাল সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন।
শাহরাস্তি প্রেসক্লাবের শোক : সৌদি আরবে পবিত্র ওমরা পালন করতে গিয়ে শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন মিয়াজী মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজসহ প্রেসক্লাবের সর্বস্তরের নেতৃবৃন্দ।
১৫ মে, ২০২৩।