কচুয়ায় সম্পত্তিগত বিরোধে হামলায় আহত ২

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার সাচার এলাকায় সম্পত্তিগত বিরোধের জের ধরে মারধরের ঘটনা ঘটে। এতে বাবা ও ছেলে দু’জন আহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার সাচার ইউনিয়নের সাচার গ্রামের সওদাগর বাড়ির জলিল সওদাগরের ছেলে আলমগীর হোসেনের দখলীয় জায়গা থেকে ২ শতক জায়গা পার্শ্ববর্তী বাড়ির হায়দার আলীর ছেলে গোফরানের কাছে বিক্রি করে। গত শুক্রবার দুপুরে গোফরান তার ক্রয়কৃত জায়গার বাইরে আলমগীর হোসেনের জায়গায় এসে জোরপূর্বক টিউবওয়েল বসাতে গেলে বাঁধা প্রদান করলে গোফরান দলবল নিয়ে আলমগীর হোসেন ও তার ছেলে জোবায়েরকে গ্যাসের পাইপ ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে বলে আলমগীর হোসেন জানান। এ সময় বাড়ির লোকজন সংজ্ঞাহীন অবস্থায় আলমগীর হোসেন ও তার ছেলেকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে জোবায়ের হোসেন বাড়ি ফিরে যায়।
অপরদিকে আলমগীর হোসেন বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. মফিজুর রহমান বলেন, টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে আলমগীর হোসেনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

১১ এপ্রিল, ২০২১।