কলকাতায় রোটারী ডিস্ট্রিক্ট-৩২৯১ কনফারেন্স ‘আনন্দধারা’র সমাপনী

ইলশেপাড় রিপোর্ট
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর ৩ দিনব্যাপী কনফারেন্স ‘আনন্দধারা’ রোববার (৮ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৬ জানুয়ারি) শুরু হওয়া কনফারেন্সের সমাপনী দিনে গতকাল আনন্দঘন পরিবেশে শেষ হয়। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে ‘রোটারী পরিবার’ অনুষ্ঠানটি।
এ পর্বে সেশন চেয়ার ফার্স্টলেডি মিতালী ল’র পরিচালনার অংশ নেন চিত্রাভিনেত্রী ঋৃতুপর্ণা সেনগুপ্তা, চলচ্চিত্র পরিচালক রোটা. পিপি অরিন্দম শিল, সংগীত পরিচালক বিক্রম ঘোষ, অভিনেতা আবির চ্যার্টাজী, অভিনেত্রী ফালুকী রশিদ রায়, সঙ্গীত শিল্পী ঐন্দ্রাশিষ রায়, মুনমুন ভট্টাচারীয়া, সৌরসেনা মিত্রা, শুভেসডু দাসমুন্সি ও উজ্জায়ীনী মুখার্জী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা ভাষাভাসী মানুষের জনজীবনে চলচ্চিত্রের জীবনঘনিষ্ঠ ভ‚মিকরা রয়েছে। তা লালন কররে আমাদের বাংলার সংস্কৃতি আরো সমৃদ্ধ করবে বলে মনে করেন। পাশাপাশি বাংলা সঙ্গীত জীবনবোধকে এগিয়ে নিয়ে যায়। যা লালন করে সব বাংলা ভাষার মানুষ। রোটারী আন্দোলনের মাধ্যমে জীবনঘনিষ্ঠ এমন চিত্র ছড়িয়ে দিতে পারলে বাংলার সংস্কৃতি আরো বাস্তবমুখী হবে।
বিকেলের সেশনে হেলথ সিম্পজিয়ামে বিভিন্ন জীবনবিনাসী রোগ প্রতিরোধে রোটারী আন্দোলনের ভূমিকা তুলে ধরা হয়। এ পর্বে সেশন চেয়ার পিডিজি রাজেন্দ্রা কাজরিওয়াল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পোলিও নির্মূলে রোটারীর ভ‚মিকা তুলে ধরেন পিডিজি রোটা. উত্তম গাঙ্গুলী। ‘রেবিশ’ রোগের বিস্তার ও প্রতিকার নিয়ে প্রতিপাদ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক রোটা. পিপি সুমিত পোদ্দার। কার্ডিওলজি’র (সিপিআর) চিকিৎসায় প্রাথমিক করণীয় বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন ডা. অশোক মালপেনি।
সব শেষে ডিজি রোটা. অজয় কুমার ল’ ও আরআইপিআর রোটা. সন্তোষ প্রসাদ রিজালের সঞ্চালনায় হোস্ট ক্লাব ও ডিস্ট্রিক কন্সফারেন্সের সদস্যদের নিয়ে ডিস্ট্রিক গর্ভনর কন্সফারেন্স সমাপ্তি ঘোষণা করেন।
কলকাতার পূর্ব সল্টলেকের নিকো পার্কে ২০২২-২৩ রোটারী বর্ষের ৩ দিনব্যাপী কনফারেন্স শুরু হয় গত শুক্রবার। রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর কনফারেন্সের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এমপি।

০৯ জানুয়ারি, ২০২৩।