কলকাতায় চাঁদপুরের ২ তরুণ কবি ও লেখককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
কলকাতার কবিতা ও কবিতা বিষয়ক গবেষণা কেন্দ্র চারুকণ্ঠের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে চাঁদপুর তরুণ কবি ও লেখক মাইনুল ইসলাম মানিক ও আশিক বিন রহিমকে। গতকাল বুধবার সন্ধ্যায় কলকাতায় শরৎচন্দ্রের বাসভবনে তাঁদের এই সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আসর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোড়াসাঁকো চলমান সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী। অনুষ্ঠানে চারুকণ্ঠের পক্ষ থেকে কবি ও লেখক মাইনুল ইসলাম মানিক ও আশিক বিন রহিমকে উত্তরীয় পরিয়ে দেন।
সংবর্ধিত লেখকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কেশব চন্দ্র রায়। বাচিকশিল্পী মৌমিতা চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় এসময় কবি সন্ধীপন ধরসহ কলকাতার কবি, লেখক, শিল্পী ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংবর্ধিত এই কবি ও লেখকরা সম্প্রতি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সার্ক সাহিত্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে অংশ নেন।