কানাডা এডুকেশন এক্সপো অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি
ড্যাফোডিল ফ্যামিলির অংগপ্রতিষ্ঠান এডমিশন ডট এসির (ধফসরংংরড়হ.ধপ) আয়োজনে গত ৩ মার্চ সোবহানবাগস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে দিনব্যাপী কানাডার ১৭টি বিশ্ববিদ্যালয়ের অংশ গ্রহণে ‘কানাডা এডুকেশন এক্সপো ২০২০’ অনুষ্ঠিত হয়। এক্সপোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষা, ভর্তি, ভিসা প্রসেস, খরচ ইত্যাদি বিষয়ে তথ্য বিনিময় করা হয়।
ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিলের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডিভিশনের ডিরেক্টর ড. মোহাম্মদ ফখরে হোসেন, এডমিশন ডট এসির সিওও মামুন রফিক, ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ইন্টারন্যাশনাল মার্কেটিং স্পেশালিস্ট কারুনা উসমান, মেমোরিয়াল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসার থমাস ইয়াং বক্তব্য রাখেন। দিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন স্থান হতে শিক্ষার্থীরা অংশ নেন এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সরাসরি কথা বলেন।