কাল চট্টগ্রামে রোটারীর ডিস্ট্রিক্ট ইন্স্টলেশন

স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট ইন্স্টলেশন (অভিষেক অনুষ্ঠান) আগামিকাল শনিবার (২ জুলাই) অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরের রেডিশন ব্লু হোটেলে অনুষ্ঠিতব্য ডিস্ট্রিক্ট ইন্স্টলেশনে সারা দেশের বিভিন্ন রোটারী ক্লাবের ৬ শতাধিক রোটারিয়ান এতে অংশ নেবেন। অনুষ্ঠানে পাস্ট রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট রোটা. হলগার নাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২০২২-২৩ রোটারী বর্ষের গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরীর সভাপতিত্বে পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ এর গভর্নর (২০২২-২৩) রোটা. ইঞ্জি. এম এ ওহাব, আরআই ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান, ডিস্ট্রিক্ট ইন্স্টলেশন চেয়ার রোটা. জালালউদ্দিন বাবলুসহ সিনিয়র রোটারিয়ানরা বক্তব্য রাখবেন।
ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান জানান, ডিস্ট্রিক্ট ইন্স্টলেশনে ২০২২-২৩ রোটাবর্ষের রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট কর্মকর্তারা অভিষিক্ত হবেন। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট/সেক্রেটারীসহ রোটারিয়ানরা অংশগ্রহণ করবেন। এছাড়া গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী ২০২২-২৩ রোটাবর্ষের ইন্টারন্যাশনাল থিম ‘ওগঅএওঘঊ জঙঞঅজণ’ ও নির্বাচিত রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট জেনিফার ই. জোনসের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের বিভিন্ন নির্দেশনা দেবেন।
এদিকে রোটারী ডিস্ট্রিক্ট ইন্স্টলেশনে চাঁদপুর রোটারী ক্লাবের ১০ জন এতে রোটারিয়ান অংশ নিচ্ছেন। তারা হচ্ছেন- প্রেসিডেন্ট রোটা. মো. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, সদ্যবিদায়ী প্রেসিডেন্ট রোটা. শাহেদুল হক মোর্শেদ, ডেপুটি গভর্নর রোটা. পিপি. অ্যাড. সাইদুল ইসলাম বাবু, এসিসটেন্ট গভর্নর রোটা. পিপি. নাসির উদ্দিন খান, নির্বাচিত সভাপতি (২০২৩-২৪) রোটা. অ্যাড. শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, ভাইস-প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তফা, সেক্রেটারী রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন, ডিরেক্টর রোটা. শাহিন আক্তার ও রোটা. মইনুল হক জীবন।

০১ জুলাই, ২০২২।