কাল ঢাকায় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা


স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রিয় কমিটির আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাল শুক্রবার ঢাকা তেজগাঁও সরকারি কলেজ মিলনায়তনে দুপুর ১টা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক, খ, গ ও ঘ গ্রুপের সব বিষয়ের প্রতিযোগিতা একসাথে অনুষ্ঠিত হবে।
এ বছর চাঁদপুর জেলা থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৭৫ জন প্রতিযোগী জাতীয় সাংস্কৃৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করবে তাদের পুরস্কার বিতরণ আগামি ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলার প্রতিযোগীদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণে তাদের প্রতি শুভ কামনা জানিয়েছেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরন ও সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু।

১৯ সেপ্টেম্বর, ২০১৯।