জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় এক যুববেকর মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম জাবেদ পাঠান (২২)। বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার থানা গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ দেবিদ্বার পৌর এলাকার প্রয়াত আকামত আলী পাঠানের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাবেদ দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে থানা গেট এলাকায় নিজ বাসায় যাচ্ছিলেন। যাওয়ার পথে থানা গেটের পার্শ্ববর্তী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ড্রেনের উপর ফুটপাতে উঠে যায়। এসময় ড্রেনের স্লাব ভাঙ্গা থাকায় মোটরসাইকেলটির চাকা ড্রেনের ভেতর পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক জাবেদ পেছনের দিকে ছিটকে পড়লে তার মাথার পিছনের অংশে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ অক্টোবর, ২০২০।
