জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী প্রার্থী আনারস প্রতীক নিয়ে আলহাজ মোহাম্মদ আবু জাহের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীকে পরাজিত করে নতুন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এর আগে গত কিছুদিন আগে অসুস্থতাজনিত কারণে সাবেক চেয়ারম্যান আবু জাহেরের মৃত্যুতে পদটি শুন্য হয়েছিল।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট চলে। ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। নির্বাচনে বিজয়ী প্রার্থী ৪০ হাজার ৫শ’ ৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর খান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৬শ’ ৩৯ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী শাহ আলম সরকার ২৮০ ভোট, ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীক নিয়ে আল আমিন ১২১ ও স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম বাপ্পী ৮৭ ভোট পেয়েছেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর খান সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
১৩ ডিসেম্বর, ২০২০।
