
যোগ্য নেতৃত্বের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই……রোটারী গর্ভনর ইলেক্ট রুহেলা খান চৌধুরী
স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ক্লাব সেক্রেটারী ও ট্রেজারারদের ট্রেনিং গত ২১ মে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার ভার্চুয়াল ফান টাউনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রোটারী ক্লাবের ৩ শতাধিক রোটারিয়ান এতে অংশ নেন। দিনভর ঐ ট্রেনিংয়ে বিভিন্ন ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের নির্বাচিত সেক্রেটারী ও ট্রেজারাররা প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট গর্ভনর ইলেক্ট রোটা. রুহেলা খান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. রুহেলা খান চৌধুরী বলেন, যোগ্য নেতৃত্বের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। ক্লাবগুলোকে গতিশীল ও সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে রোটারী লিডারদের প্রশিক্ষণ খুবই জরুরি। এর মাধ্যমে নিজেদের দক্ষ সংগঠক হিসেবে তৈরী করার সুযোগ রয়েছে। মানবতার কল্যাণে ১১৭ বছর যাবত রোটারী ইন্টারন্যাশনাল বিশ^ব্যাপী কাজ করে যাচ্ছে। আমাদের সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে রোটারী নেতৃবৃন্দকে নিজেকে উৎসর্গ করার জন্য উদাত্ব আহ্বান জানান।
ডিস্ট্রিক্ট সেক্রেটারী (২০২২-২৩) রোটা. মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় ও ইভেন্ট চেয়ার সিপি ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান (২০২২-২৩) রোটা. মো. জিয়া উদ্দিন চৌধুরী, পিডিজি রোটা. আবদুল আহাদ, পিডিজি রোটা. দাতো ড. মীর আনিসুজ্জামান একেএস, পিডিজি রোটা. ডা. মনজুরুল হক চৌধুরী, ডিস্ট্রিক্ট ট্রেইনার (২০২২-২৩) পিডিজি রোটা. দিলনাঁশী মোহসেন, আইপিডিজি রোটা. ডা. বেলাল উদ্দিন আহমেদ, ডিজিএন রোটা. ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পাস্ট ডিস্ট্রিক্ট ফাস্ট জেন্টেলম্যান রোটা. ডা. আবু আইয়ুব হামিদ, ফিউচার ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটা. সামিনা ইসলাম, চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটা. ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রমুখ।
ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. রুহেলা খান চৌধুরী আরো বলেন, আপনারা প্রতিটি ক্লাবের প্রাণ। আপনারা যেনো যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে সক্ষম হন- আমাদের সে চেষ্টা অব্যাহত থাকবে। আগামি ২০২২-২৩ রোটারীবর্ষকে একটি দৃষ্টান্ত স্থাপনকারী রোটাবর্ষ উদযাপন করতে চাই।
উল্লেখ্য, ট্রেনিংয়ে চাঁদপুর রোটারী ক্লাবের নির্বাচিত সেক্রেটারী (২০২২-২৩) রোটা. ডা. পীযুষ কান্তি বড়–য়া, জয়েন্ট সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন ও ট্রেজারার রোটা. গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের নির্বাচিত সেক্রেটারী (২০২২-২৩) রোটা. অ্যাড. মো. ওমর ফারুক খান ও ট্রেজারার রোটা. আব্দুস সামাদ আজাদ জুয়েল এবং মতলব রোটারী ক্লাবের নির্বাচিত সেক্রেটারী (২০২২-২৩) রোটা. মনির হোসেন অংশগ্রহণ করেন।
২২ মে, ২০২২।