গণমাধ্যমকর্মীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাসের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

‘সাংবাদিকতা স্বশিক্ষিত কিংবা অশিক্ষিতদের পেশা নয়, আপনি যে পেশার যোগ্য সেখানে চলে যান। দয়া করে এ পেশার মান নষ্ট করবেন না’ এ স্লোগানে সারাদেশে গণমাধ্যমকর্মীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাসের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন করেছে শরীফ প্রধান নামের এক গণমাধ্যমকর্মী।
গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন মোহাম্মদ আলী শাহিন (আমাদের সময়), সৈয়দ শরীফ আহাম্মদ (মোহনা টিভি), জাকির হোসেন হাজারী (দেশ রুপান্তর), সালাহউদ্দিন আহমদ (বাংলা টিভি), জহিরুল ইসলাম জিল্লু (মাই টিভি), মোশায়রা আক্তার জলি (আমাদের অর্থনীতি), এসএফ ফিরোজ (সিএনএন বাংলা), সোহেল আহাম্মেদ (আনন্দ টিভি), সাহাবুদ্দিন আহমেদ (এসটিভি বাংলা), মাসুম বিল্লাহ (কুমিল্লা টিভি) প্রমুখ।
মানববন্ধন শেষে শরীফ প্রধান বলেন, সারাদেশে যেখানে লাখ-লাখ শিক্ষিত তরুণ বেকারত্বের বোঝা নিয়ে ঘুরছে সেখানে রাষ্ট্রের চতুর্থতম স্তম্ভ গণমাধ্যম পেশায় স্বশিক্ষিত ও স্বল্প শিক্ষিতদের ভারে সমাজ ও রাষ্ট্র আজ কুলসিত হচ্ছে।
আপনারা জানেন, প্রতিটি পেশার জন্যই একটি সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। গণমাধ্যমকর্মীদের তথ্যের প্রয়োজনে প্রতিদিন ইউএনও, এ্যাসি (ল্যান্ড), ওসিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক ও সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে যোগাযোগ বা আলাপ-আলোচনা করতে হয়। এই আলাপচারিতা করা গণমাধ্যমকর্মীটি যদি স্বশিক্ষিত কিংবা স্বল্পশিক্ষিত বা অষ্টম শ্রেণি পাস হয়, তখন শুনতে কেমন লাগে?
তাই আমি বলছি, সাংবাদিকতা স্বশিক্ষিত কিংবা অশিক্ষিতদের পেশা নয়, আপনি যে পেশার যোগ্য সে পেশায় চলে যান। দয়া করে এ পেশার মান নষ্ট করবেন না। গণমাধ্যমকে ‘সোস্যাল মিরর বলা হয়ে থাকে’ জাতির বিবেক, সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের মান রক্ষা ও রাষ্ট্রের কল্যাণে শ্রীঘ্রই সারাদেশে গণমাধ্যমকর্মীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস আইন করা খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রের কল্যাণে সঠিক, সত্য, বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ প্রচারে শিক্ষার বিকল্প নেই। তাই মহান এ শিল্পের সুনাম ও সৌন্দর্য রক্ষায় আবারও গণমাধ্যমকর্মীদের শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস করার জোর দাবি জানাই।

১১ অক্টোবর, ২০১৯।