চট্টগ্রাম বিভাগে বঙ্গবন্ধুকে নিয়ে
স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়ালিভাবে সঙ্গীত, আবৃত্তি ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা পর্যায়ে উত্তীর্ণ বিজয়ী প্রতিযোগীরা ২৭ আগস্ট ভার্চুয়ালিভাবে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগিতায় অংশ নেয়।
বঙ্গবন্ধুকে নিয়ে গানের প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৩৩জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তন্মধ্যে ‘ক’ বিভাগে (সঙ্গীতে) ২য় স্থান অর্জন করে চাঁদপুরের জুঁই সাহা এবং ‘খ’ বিভাগে (সঙ্গীতে) ১ম স্থান অর্জন করে চাঁদপুরের কাজী কাবিশা ও ২য় স্থান অর্জন করে ইফনাতুন নুসাদি।
১ম স্থান অর্জনকারী কাজী কাবিশা অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুরের একজন সক্রিয় সদস্য এবং বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুরের সঙ্গীত বিভাগের ছাত্রী। তার এ সাফল্যের জন্য অনন্যা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকে সভাপতি শহীদ পাটোয়ারী এবং তার সঙ্গীতের শিক্ষক ও অনন্যার সাধারণ সম্পাদক মৃণাল সরকার অভিনন্দন জানিয়েছেন।
২৯ আগস্ট, ২০২১।