স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানা পুলিশের মোবাইল টেকনোলজির মাধ্যমে গ্রাহকের ১০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল পুলিশ।
চাঁদপুর মডেল থানা পুলিশের সূত্রে জানায়, অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিনের নির্দেশে এসআই পলাশ বড়ুয়া অভিযান পরিচালনা করে মোবাইল টেকনোলজির মাধ্যমে চাঁদপুর থেকে পাঠানো বিকাশের ১০ হাজার টাকা ভৈরব থেকে উদ্ধার করেছে। গত ২১ ফেব্রুয়ারি টাকার প্রকৃত মালিক মধ্য শ্রীরামদী পুরাণবাজারের জামালকে চাঁদপুর মডেল থানায় ডেকে এনে তাৎক্ষণিকভাবে বুঝিয়ে দেয়া হয়।
উল্লেখ্য, পুরাণবাজার মধ্য শ্রীরামদীর এক বিকাশে দোকান জামাল ১০ হাজার টাকা পাঠানোর জন্য গেলে তার দেওয়া নম্বর ভুল হওয়ার কারণে ভৈরবে আরেক বিকাশের দোকানের নম্বরে চলে যায়। পরে জামাল চাঁদপুর সদর থানার এসে সাধারণ ডাইরি করেন। যার জিডি নম্বর-১০৩৯। এ জিডির সূত্র ধরেই এসআই পলাশ বড়ুয়া ওই টাকা উদ্ধার করেন।
- Home
- Uncategorized
- গ্রাহকের টাকা উদ্ধারের পর ফিরিয়ে দিলেন চাঁদপুর মডেল থানার ওসি নাসিম
Post navigation
