চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে

মনিরুল ইসলাম মনির
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
ইতোপূর্বে এমএ কুদ্দুস চাঁদপুর জেলার জেলার ৮টি উপজেলার মধ্যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এমএ কুদ্দুস ১৯৫৮ সালে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংসার জীবনে তিনি এক মেয়ে ও এক ছেলের জনক। তার বাবা মরহুম আলহাজ রজ্জব আলী মুন্সি মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তার মা মরহুমা ফাতেমা খাতুন।
মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সুধীজন। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুসের কার্যালয়ে ফুলেল অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আল-মাহমুদ টিটু মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।