চরভৈরবীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান

 

সাহেদ হোসেন দিপু

হাইমচর উপজেলায় চরভৈরবী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ’ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কারিতাস। সোমবার (৭ সেপ্টেম্বর) চরভৈরবী উচ্চ বিদ্যালয় হলরুমে অর্থ সহায়তা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম।

তিনি বলেন, এবছর মেঘনার অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে উপজেলার প্রত্যন্ত অঞ্চল। মেঘনা রক্ষা বাঁধসহ উপকূলীয় অঞ্চলের রাস্তা ঘাট, ফসলি জমি, হাট বাজার ও বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ কয়েক হাজার পরিবার। যখন সর্বস্ব হারিয়ে মানুষ অনাহারে বা অর্ধাহারে দিনাতিপাত করছেন তখন কারিতাসের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা সময়োপযোগী কার্যক্রম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, চাঁদপুর জেলা এনজিও ফেডারেশন সভাপতি মো. রেজ্জাকুল হায়দার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কারিতাসের নেতৃবৃন্দ।

৯ সেপ্টেম্বর, ২০২০।