চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন

ভাল কাজে সবার এগিয়ে আসা প্রয়োজন

————–রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা। চক্ষু চিকিৎসা শিবির আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও চাঁদপুরের কৃতী সন্তান মো. সাইফুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, চক্ষু আল্লাহ’র দান। ¯্রষ্টার সৃষ্টির মধ্যে অন্যতম একটি অঙ্গ হলো চক্ষু। যার চক্ষু নাই তার অনেক সমস্যার সম্মুক্ষিন হতে হয়। সবাই নিজের চক্ষুকে যত্ন নিবেন ও চিকিৎসকের পরামর্শ নিবেন। তাহলে চক্ষু ভাল ও সুস্থ থাকবে।
তিনি বলেন, আমাদের এ এলাকার মানুষের অনেক অধিকার রয়েছে। সেই অধিকার নিয়ে সকলে সকলের কাছে আসবেন। তাহলে নিজেদের মধ্যে সু-সম্পর্ক তৈরী হবে। এই ধরনের আয়োজন করার জন্য হাসপাতালের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারন তিনি দীর্ঘদিন যাবত জনহিতকর কাজে জড়িত রয়েছেন। তিনি যে পরিমাণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, তা অবশ্যই প্রশংসার দাবিদার। যার যার অবস্থান থেকে ভাল কাজে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।
তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যত্ন সহকারে রোগী দেখবেন। শুধু চিকিৎসা নয় পাশাপাশি রোগীকে চক্ষু ভাল রাখার পরামর্শ দিবেন।
চাঁদপুরজমিন হাসপাতালের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক মো. ইকরাম চৌধুরী। বক্তব্য রাখেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ডা. কাউসার আহমেদ।
উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক প্রমুখ।
উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিজ গাছতলা মোহাম্মাদিয়া মাদানিয়া দারুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক কারী মাও. ইমাম হোসেন।
চক্ষু চিকিৎসা শিবিরে ৪ জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় সাড়ে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৯০জন রোগীকে অপরেশনের জন্য ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।