সভাপতি বাবু, সেক্রেটারী সফিক
স্টাফ রিপোর্টার
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভা গত ২০ আগস্ট চাঁদপুর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মো. আবুল কালাম ভূঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পদক মো. এনায়েত উল্ল্যা ঢালীর পরিচালনায় সভার শুরুতেই চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইকরাম চৌধুরীসহ যারা চির বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যা ঢালী সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন।
প্রতিবেদন পেশ করার পর তার উপর আলোচনা করেন মো. দেলওয়ার হোসেন, মো. মহসীন পাঠান, মো. হাফেজ আহমেদ, মো. আলী আহমেদ মিঞা, মো. এমরান হোসেন সেলিম, অধ্যাপক মোশারফ হোসেন লিটন, অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, মোহাম্মদ সফিকুর রহমান মিজি, মো. মিজানুর রহমান, মো. আবুল কালাম আজাদ, শরীফ চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক আলী আহম্মেদ মিজি ২০২১-২৩ খ্রিস্টাব্দের জন্য চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন।
নতুন কার্যকরী পরিষদের সভাপতি রোটাররিয়ান অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সফিকুর রহমান মিজি। এছাড়া অন্যান্য পদে যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, মো. এনায়েত উল্যাহ ঢালী, মো. মিজানুর রহমান, মো. এমরান হোসেন সেলিম, অধ্যক্ষ শাহ আলম ও মো. মুনির চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যাপক জাকির হোসেন ও মো. আবু জাফর গাজী। সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোতাহের হোসেন। অর্থ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এমরান হোসেন, প্রচার সম্পাদক মো. আবুল খায়ের, মহিলা সম্পাদক খদেজা বেগম লাকী, সমাজকল্যাণ সম্পাদক কাজী সুরাইয়া, দপ্তর সম্পাদক মো. ওসমান পাটওয়ারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সায়েম, আন্তর্জাতিক সম্পাদক মো. মিজানুর রহমান পাটওয়ারী, ম্যাগাজিন ও প্রকাশনা সম্পাদক মোক্তার আহমেদ খন্দকার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মো. আবুল কালাম ভূঞা, মো. আলী আহমেদ মিয়া, মো. হাফেজ আহমেদ, মো. মহসিন পাঠান, মো. বেলায়েত হোসেন খান, মো. জসিম উদ্দিন শেখ, মো. নূর নবী জমাদার ও মো. হারুন রশিদ মোল্লা।
সবশেষে নব-নির্বাচিত সভাপতি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান মিজি উপস্থিত সবার উদ্দেশে অনুভূতি প্রকাশ বক্তব্য রাখেন।
২৩ আগস্ট, ২০২১।