শাহ্ আলম খান
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দু’দিন আগে পুলিশ সুপার করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেন। সোমবার (২৯ জুন) দিবাগত রাতে ঢাকা থেকে জানানো হয়েছে চাঁদপুরের এসপির করোনা পজিটিভ।
মঙ্গলবার সকাল ১১টায় তিনি রাজধানীর রাজারবাগস্থ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য রওয়ানা হয়েছেন। সুস্থতা কামনা করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা গত মার্চ থেকে করোনা সংক্রমণরোধে ত্রাণ সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কাজে সক্রিয় ছিলেন।
মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য হিসেবে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আক্রান্ত হওয়ার আগে তার বডিগার্ড করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন এবং দ্বিতীয়বার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তবে তিনি সুস্থ আছেন।
৩০ জুন, ২০২০।