চাঁদপুরের নতুন জেলা প্রশাসক কামরুল হাসান আজ যোগদান করছেন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক কামরুল হাসান আজ বুধবার (১ জুন) যোগদান করছেন। জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, আজ সকালে তিনি ঢাকা থেকে রওয়ানা দেবেন। দুপুর ১২টার মধ্যে তিনি চাঁদপুর পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে কামরুল হাসান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের একান্ত সচিব (উপ-সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
গত ১৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ শাখা প্রকাশিত এক প্রজ্ঞাপনে কামরুল হাসানকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। কামরুল হাসান চাঁদপুরের ২২ তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন।
উল্লেখ্য, জেলা পর্যায়ে জেলা প্রশাসক সর্বোচ্চ ব্যক্তি হিসেবে প্রশাসনের প্রতিনিধিত্ব করেন। তিনি প্রশাসনিক কার্যক্রম ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো তদারকি করেন।
এছাড়া সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক ভূমিকা রাখেন।

০১ জুন, ২০২২।