চাঁদপুরে আরো ১৪ জনের করোনা শনাক্ত, মোট মৃত ১১

মোট করোনা রোগী ১১১

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছেন। করোনায় নতুন করে মৃতদের মধ্যে চাঁদপুর জেলা পরিষদ সদস্য খোদেজা রহমানও রয়েছেন। অন্য ২ জন কচুয়ায় উপসর্গ নিয়ে মারা যাওয়া।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১জন। সুস্থ হয়েছেন ২১জন। চিকিৎসাধীন আছেন ৮০জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে গতকাল শুক্রবার বিকেলে এসব তথ্য জানানো হয়েছে।
শুক্রবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন শনাক্তকৃতদের মধ্যে রয়েছেন : চাঁদপুর সদর উপজলার ৮জন (৭ জন শহর এলাকার), ফরিদগঞ্জের ৩জন, কচুয়া ২জন এবং শাহরাস্তির ১জন। এদের মধ্যে চাঁদপুর শহরের ১জন ও কচুয়ার শনাক্তকৃত ২জন উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, মূলত নতুন আক্রান্ত ১৩জনের রিপোর্ট শুক্রবার দুপুরে হাতে এসেছে। আরেকজনের রিপোর্ট দ্বিতীয়বার পজেটিভ এসেছে। এছাড়া জেলা পরিষদ সদস্য খোদেজা রহমানের রিপোর্ট পজেটিভ বলে সিভিল সার্জনকে ঢাকা থেকে টেলিফোনে নিশ্চিত করা হয়েছে। ওই রিপোর্ট বিকেলের মধ্যে চলে আসার কথা। তিনিসহ নতুন আক্রান্ত ১৪ জন (নতুন ৩ জন মৃতসহ)
সিভিল সার্জন অফিসে সূত্র আরো জানায়, শুক্রবার জেলার মোট ৪৩জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪জন পজেটিভ। আর বাকি ২৯ জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১১১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬২, ফরিদগঞ্জে ১৪, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৬, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৭, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ২জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ শুক্রবার বিকেলে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে আরো ১৬জনের নমুুনা প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১৩৫৮। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১১২৯টি। রিপোর্ট অপেক্ষমান ২২৯টি।
তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬২ জন। ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৪জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৮জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬১৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৫ জন।

২৩ মে, ২০২০।