চাঁদপুরে আরো ৯জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ৯জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫জন, হাইমচরে ৩জন ও ফরিদগঞ্জে ১জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার (২৪ আগস্ট) ৬৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি পজেটিভ, বাকিগুলো নেগেটিভ।
জেলায় ২ হাজার ৯৫ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৮শ’ ৩৫ জন, ফরিদগঞ্জে ২শ’ ৪৩জন, মতলব দক্ষিণে ২শ’ ২৪জন, শাহরাস্তিতে ২শ’ ৩জন, হাজীগঞ্জে ১শ’ ৯২জন, মতলব উত্তরে ১শ’ ৮০জন, হাইমচরে ১শ’ ৩৮জন এবং কচুয়ায় ৮০জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৬ জনের মধ্যে চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
২৫ আগস্ট, ২০২০।