চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদ্যাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের আহ্বানে সোমবার (১৯ অক্টোবর) সকালে জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঈদে মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের আহ্বায়ক এএইচএম আহসান উল্লাহ।
উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আনম মুহিবুল্লাহ, অধ্যক্ষ আবু জাফর মো. মাঈনুদ্দিন, অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, অধ্যক্ষ মাও. আলাউদ্দিন, মুফতি ফজলুল করিম বাগদাদী, প্রফেসর শাহ জামাল তালুকদার, মো. হুমায়ুন কবির, পীরজাদা মাও. খাজা মো. জোবায়ের, মাও. গাজী মো. আব্দুর রাহীম, পীরজাদা মাও. মাহফুজ উল্লাহ খান, ছাত্রনেতা মো. রিয়াজুল করিম বাছিম, মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
সভায় আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়- আগামি ১১ রবিউল আউয়াল, ২৯ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদ্যাপন করা হবে। আর অবশ্যই সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
২০ অক্টোবর, ২০২০।