চাঁদপুরে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে চাঁদপুর জেলা পর্যায়ে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ হাতে-কলমে কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২ জুলাই) সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা ইলিশ ব্র্যান্ডিং হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশের অন্য জেলা ইলিশ ব্র্যান্ডি হিসেবে আর দাবি করতে পারবে না। ইলিশ দিয়ে ৪৮টি আইটেম প্রদর্শন করা হয়েছে। হয়তো আরো বেশি করা যেতে পারে। এই বিষয়টি দেশ ও বিশ্ববাসীকে জানাতে হবে। তাহলে ইলিশসহ অন্যান্য পণ্যের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে। ব্র্যান্ডিং পণ্য দিয়ে জেলার অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়ে।
কর্মশালায় বিভিন্ন পেশা-শ্রেণির ৪০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত কর্মশালার প্রথম দিনে পর্যটন উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক (বিপণন ও ব্র্যান্ডিং) মহিবুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন ও পরিচালনা করেন সহকারী কমিশনার এ আর এম জাহিদ হাসান।
রিসোর্সপার্সন ছিলেন ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট মোহাম্মদ শামছুজ্জামান, ইয়াং প্রফেশনাল আইটি ডিভিশন মো. ওমর ফারুক, ট্রেনিং কনসালটেন্ট মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কে এম মাসুদ, কবি ও সাহিত্যিক মাহবুবুর রহমান সেলিম, গৃহাঙ্গনের পরিচালক জেসমিন আক্তার, আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, হস্তশিল্প উদ্যোক্তা খাদিজা বেগম, সন্দেশ ও নাড়ু উদ্যোক্তা পূর্ণিমা রায়, পিঠার উদ্যোক্তা শায়লা শওকত, ফুড ও পোশাক উদ্যোক্তা তানিয়া ইসলাম, জুয়েলারী খুকি চৌধুরী, সরিষা তেল উদ্যোক্তা রাবেয়া আক্তার, জামদানি শাড়ি উদ্যোক্তা খাদিজা আক্তার তুলি, নারী সংগঠক মুক্তা পিযূষ।

৩ জুলাই, ২০২২।