চাঁদপুরে একদিনে অর্ধ সহস্র করোনা আক্রান্ত

আক্রান্ত ৯ হাজার ছাড়ালো

এস এম সোহেল
চাঁদপুর জেলায় একদিনে সর্বোচ্চ ৪৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১শ’ ৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৬৩ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ১ জন ও মতলব দক্ষিণে ১ জন। বুধবার (২৮ জুলাই) চাঁদপুরে ১,০৪৪টি নমুনা পরীক্ষার করে ৪৯৮টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার সনাক্তের হার ৪৭.৬৫%।
চাঁদপুর সদর উপজেলা কোভিড-১৯ হেল্পলাইন সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় ২০৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৫৩ জন, শাহরাস্তি উপজেলায় ৫১জন, কচুয়া উপজেলায় ৪৮ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৪৫ জন, হাজীগঞ্জ উপজেলায় ৪০জন, মতলব উত্তর উপজেলায় ৩৫ জন ও হাইমচর উপজেলায় ২২জন করোনায় আক্রান্ত হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, জেলায় ৯ হাজার ১শ’ ৫ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৪ হাজার ২৭জন, শাহরাস্তিতে ১ হাজার ৬০জন, ফরিদগঞ্জে ১ হাজার ৩৮জন, হাজীগঞ্জে ৯শ’ ৩জন, মতলব দক্ষিণে ৭শ’ ৮৬জন, মতলব উত্তরে ৪শ’ ৮১জন, হাইমচরে ৪শ’ ৩১ জন ও কচুয়ায় ৩শ’ ৭৯জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৬৩ জনের মধ্যে- চাঁদপুর সদরে ৬১জন, ফরিদগঞ্জে ২৬জন, হাজীগঞ্জে ২৪জন, শাহরাস্তিতে ১৯জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ১০জন, কচুয়ায় ৭ জন ও হাইমচরে ৩জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, বুধবার জেলায় ১,০৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪৯৮ জনের করোনা পজিটিভ। আক্রান্তের হার ৪৭.৭%। জেলায় আক্রান্ত ৯ হাজার ১শ’ ৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪শ’ ২০জন। চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫শ’ ২২ জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫ হাজার ১শ’ ৬৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৯শ’ ৭৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১শ’ ৯৩জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩৯ হাজার ৬শ’ ৮১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ৯শ’ ৫৮জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১০ হাজার ৭শ’ ২৩জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।

২৮ জুলাই, ২০২১।