চাঁদপুরে একদিনে ৮৭ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে দিন-দিনই করোনা রোগী হু-হু করে বাড়ছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) চাঁদপুরে নতুন করে ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ৩৫২ নমুনা পরীক্ষা করে ৮৭ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। শনাক্তের হার ২৪.৭১% শতাংশ।
আক্রান্ত ৮৭ জনের মধ্যে- চাঁদপুর সদর উপজেলায় ৬১ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৭ জন, শাহরাস্তি উপজেলায় ৪ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৮ জন, হাজীগঞ্জ উপজেলায় ৩ জন ও হাইমচর উপজেলায় ৪ জন।
ইতোমধ্যে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২শ’ ৪১ জন। এদের মধ্যে চাঁদপুর সদরে ৯৮ জন, ফরিদগঞ্জে ৩৫ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩০ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।
এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। নতুন আক্রান্ত হওয়া ৮৭ জনসহ মঙ্গলবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা মোট ১৫ হাজার ৪শ’ ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯শ’ ৮২ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১শ’ ৮২ জন।

১৯ জানুয়ারি, ২০২২।