চাঁদপুরে করোনায় আরো ১২৫ আক্রান্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় আরো ১২৫ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) চাঁদপুরে ২৪২টি নমুনা পরীক্ষার করে ১২৫টি রিপোর্ট পজিটিভ এসেছে। সনাক্তের হার ৫১.৬৫%।
চাঁদপুর সদর উপজেলা কোভিড-১৯ হেলপ্লাইন সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৫৬ জন, শাহরাস্তি উপজেলায় ২৮ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ১১ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৭ জন, হাইমচর উপজেলায় ৬ জন কচুয়া উপজেলায় ৩ জন ও মতলব উত্তর উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, মঙ্গলবার জেলায় ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১২৫ জনের করোনা পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ৫১.৬৫%।
চাঁদপুরে করোনা আক্রান্ত বেশি হওয়ার প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক ও রেল যোগাযোগ রয়েছে সব জেলার সাথে। তাই এ জেলায় ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম বলে জানান সিভিল সার্জন।
১৪ জুলাই, ২০২১।