
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর শহরের টাউন হল সংলগ্ন সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. মোস্তফা রুহুল আনোয়ারের সভাপতিত্বে ও সহ-সভাপতি সুভাষ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এবিএম নজরুল ইসলাম (সাজু), সহ-সভাপতি মো. হুমায়ুন কবির খান, নেহাল হোসেন মজুমদার, এনামুল হক তালাল, শহীদুল্লা পাটোয়ারী, আব্বাছ আলী বেপারী প্রমুখ।
সভায় আগামি ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয় যে, আগামি ১৬ ডিসেম্বর পালন ও স্বাধীনতা দিবস উপলক্ষে সমিতির পক্ষ থেকে অঙ্গীকার পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এছাড়া আগামি ১৯ ডিসেম্বর আনন্দ ভ্রমণ ও কেন্দ্রিয় কমিটির সাধারণ সভা উপলক্ষে সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয় নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকায় সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে সমিতির সদস্যদের অংশগ্রহণ করার জন্য চাঁদপুর শাখার পক্ষ থেকে আহ্বান জানানো হয়।