চাঁদপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব-সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

উদ্যোক্তা হওয়ার আগে সঠিক পরিকল্পনা করতে হবে
………..আবদুল্লাহ আল মাহমুদ জামান



শাহ আলম খান
চাঁদপুরে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার অংশ হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব-সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, আজ উদ্যেক্তাদের যেসব কথা বলেছেন তার মূল হচ্ছে একই সমস্যা, আর সেটা হচ্ছে আর্থিক সমস্যা। আর এই সমস্যা নতুন কিছু নয়। এইভাবেই চলছে। সরকারিভাবে অনেক সংস্থাই রয়েছে, যারা ঋণ দেয়। যেমন যুব উন্নয়ন, সমাজসেবা, কর্মসংস্থান ব্যাংকসহ আরো অনেকে। এসএমই ফাউন্ডেশন থেকে কোনো ঋণ দেয়া হয় না। এসএমই ফাউন্ডেশনে কাজ করতে হলে ঋণ দেয়া লাগে। তবে তাদের কাজ হচ্ছে বিঋিণ্ন ঋণ প্রদানকারী যেসব দপ্তর বা ব্যাংক রয়েছে তাদের সাথে একটা সেতুবন্ধন করে দেয়া।
তিনি আরো বলেন, সম্ভবত এসএমই ফাউন্ডেশন প্রশিক্ষণ দেয় উদ্যেক্তা তৈরী করার জন্যে। যেসব ঋণ প্রদানকারী ব্যাংক বা সংস্থার কথা বলা হলো, সেগুলো শুধু ঋণই নয়, তারাও প্রশিক্ষণ দেয় উদ্যেক্তা তৈরীর জন্যে।
তিনি উদ্যেক্তাদের উদ্দেশে বলেন, বেসরকারি আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ঋণ প্রদান করে থাকে। আমি বলছি না যে সেখানে আপনারা যাবেন না। আমি বলবো আগে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যাবেন ঋনের জন্যে। আমরা কৃষির উপরে চেষ্টা করতে পারি। বর্তমানে কৃষি ঋণের সুদের হার অনেক কম রয়েছে। যেটা আমরা অনেকেই জানি না। যেমন মসলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা ও হলুদ ইত্যাদিতে সুদের হার রয়েছে মাত্র ৪%। কিন্তু এগুলোতে ঋণ নেয়ার মতো কোনো লোকই পাওয়া যায় না।
তিনি আরো বলেন, বক্তারা বলেছেন বিল গেটসের কথা। বিল গেটসের একটা চমৎকার উক্তি রয়েছে যা আমার কাছে খুব ভালো লাগো। উক্তিটি হলো ‘গরিব হয়ে জন্মানো কোন পাপ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা পাপ’। অনেক সুন্দর একটি উক্তি। গরিব জন্মানোটা কোন দোষের নয় কিন্তু যদি গরিবই থেকে যান এবং মৃত্যুবরণ করেন, তাহলে দোষের ব্যাপার। এজন্য সৃষ্টিশীল হতে হবে। উদ্যেক্তা হতে হলে আগে আমাকে ঠিক করতে হবে কোন কাজটা আমার জন্যে প্রযোজ্য।
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, উদ্যেক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো. তাজুল ইসলাম প্রমুখ। এসময় চাঁদপুরের বিভিন্ন ক্ষুদ্র উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।