চাঁদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

সজীব খান
চাঁদপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ত্রীপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রীপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রীপুরা, সাংগঠনিক সম্পাদক রাখাল ত্রীপুরা, মহিলা সম্পাদীকা গৌরি রানী, শিক্ষা সম্পাদক বাবুল ত্রীপুরা, মহিলা সম্পাদিকা গৌরি রানী, বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষক তানভির হোসনসহ ত্রীপুরা জাতি উন্নয়ন সংস্থার সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি উপবৃত্তির টাকা ও ৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।

০৪ নভেম্বর, ২০২৪।