চাঁদপুরে চরমোনাই মাহফিলের নমুনায় ৩ দিনের মাহফিল

স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় আয়োজিত চাঁদপুর স্টার আলকায়েদ সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরমোনাই জামিয়ার নির্বাহী পরিচালক মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের।
সৈয়দ এসহাক মোহাম্মাদ আবুল খায়ের বলেন, প্রকৃত মুসলমান হতে হলে ইসলামের পূর্ণ অনুসারী করতে হবে। কিছু মানুষ আজ দীনের কিছু অংশকে পূর্ণ দিন মনে করছে। অথচ, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য পূর্ণাঙ্গ দীনের অনুসারী হতে হবে। আল্লাহর রাসুল সা. এর যে মৌলিক চারটি কর্মসূচি ছিল, রাসুলের উম্মত হিসেবে আমাদেরকেও সেই চারটি কর্মসূচি গ্রহণ করতে হবে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলার ব্যবস্থাপনায় এই মাহফিল চাঁদপুরে বৃহৎ পরিসরে আয়োজিত তিন দিনব্যাপী প্রথম মাহফিল। দীর্ঘ তিন মাস আগে থেকে প্রস্তুতি নেয়া হয় এই মাহফিলের।
গতকাল সোমবার জোহরের পর আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হয়। চাঁদপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লি জোহরের পর থেকেই মাহফিল মাঠে সমবেত হন। অনেকে আসেন কাফেলা সহকারে। সন্ধার পর থেকে আস্তে আস্তে মাঠ পরিপূর্ণ হতে থাকে। মাহফিলে আগত মুসল্লিদের সুবিধার্থে গ্রহণ করা হয়েছে ব্যাপক উদ্যোগ। তৈরি করা হয়েছে বেশ কিছু টয়লেট ও অজুখানা। এছাড়া রয়েছে স্বেচ্ছাসেবক ক্যাম্প, মিডিয়া ও নিরাপত্তা সেল।
তিন দিনব্যাপী মাহফিলের প্রথম দিনে আরো বয়ান করেন ঢাকা মাদানী নগর মাদরাসার মুহাদ্দিস মুফতি ওমর ফারুক সন্দ্বিপী, ঢাকা মোফাচ্ছিরে কোরআন মাও. লোকমান হোসাইন জাফরি, বরগুনার পীর মাও. মাহমুদুল হাসান ওয়ালী উল্লাহ, চাঁদপুর আল কারীম মাদ্রাসা মোহতামিম মাও. নুরুল আমিন জিহাদি, জাফরাবাদ জামীয়া আরাবিয়্যাহ কাসিমুল উলূম মোহতামিম মাও. খাজা আহমদুল্লাহ, চাঁদপুর মোহামায়া মাদ্রাসা মুহাদ্দিস মাও. মুজ্জাম্মিলুল হক, কলরব নির্বাহী পরিচালক মাও. মুফতি সাঈদ আহমদ প্রমুখ।
মাহফিলের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তৃতীয় দিন প্রধান অতিথি থেকে আখেরী মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়া প্রতিদিন আরো দেশবরেণ্য জাতীয় উলামায়ে কিরাম বয়ান করবেন।