স্টাফ রিপোর্টার
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা প্রথম ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন গাজী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনূছ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।
সভা শুরুর আগে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়।
৩ জানুয়ারি, ২০২১।