ছাত্রদলই আগামি দিনে বিএনপিতে নেতৃত্ব দিবে
……….শেখ ফরিদ আহমেদ মানিক
এস এম সোহেল
চাঁদপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (১ জানুয়ারি) বুধবার সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়ড়া অবমুক্ত করণ, কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রদল সুসংগঠিত দল। ছাত্রদল সব সময় মাঠে থাকে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ছাত্রদলের কেউ না। আজকের ছাত্রদলের যারা এখানে উপস্থিত আছেন আগামি দিনে তারাই বিএনপি নেতৃত্ব দিবেন। সুতরাং জাতীয়তাবাদী দল বিশ্বাস করে কোয়ালিটি ও কোয়ান্টিটিতে। কেউ আমাদের মিছিল বড় করে দেখাইলে জেলা বিএনপি মনে করবে না তার অনেক শক্তি আছে।
তিনি আরো বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী আন্দোলনের এ স্টেজে যে সোনালী ফসলগুলো আছে সবাই আমরা সবাইকে দেখেছি। আগামি দিনে নেতৃত্ব পরীক্ষিত কর্মীদের হবে। তারেক রহমান আমাদের গাইডলাইন দিয়েছেন- আগামিতে পরীক্ষিত নেতারা সামনে আসবে। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, জুলাই-আগস্টের আন্দোলনের একটি রাজনৈতিক দল চাঁদপুরের বিভিন্নভাবে অসামাজিক কর্মকান্ড- সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্নভাবে লিখেছে। ৫ তারিখে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারি প্রতিষ্ঠানকে রক্ষা করেছে, মানুষের জান-মাল রক্ষা করেছে, তখন তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করেছে। আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গা-জমিন দখল করেছে, সব ফিরিস্তি আমাদের কাছে আছে এবং সাংবাদিক ভাইদের কাছেও আছে। কেউ নিজেদের ধোয়া তুলসী পাতা মনে করবেন না। আপনাদের নিজেদের অপকর্ম আরেক দলের উপর দেওয়ার চেষ্টা করবেন না। চাঁদপুর জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি অত্যন্ত শক্তিশালী। এখানে যে ছাত্রদলের নেতাকর্মীরা আছে তারা চাঁদপুর সদরের। বিভিন্ন উপজেলার যেসব ইউনিটি আছে সেখানেও তাদের প্রোগ্রাম চলছে। আগামি দিনে রাষ্ট্র গঠনে ছাত্রদল আমাদের ভ্যানগার্ড, ছাত্রদল তারেক রহমানের ভ্যানগার্ড। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বিগত ১৫ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। প্রয়োজনে আরো করবো। সবাই সাথে থাকবেন তো।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমাম হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, মো. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি ভূঁইয়া, সহ-সভাপতি আবু হানিফ কানন, যুগ্ম সম্পাদক মনির হোসেন মুন্না, সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহম্মেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল গাজী, সদস্য সচিব আল আমিন মুন্সিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
০২ জানুয়ারি, ২০২৫।