ছাত্রলীগ আমাদের আবেগ ও ভালবাসার নাম
……শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
চাঁদপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের আয়োজনে বেলুন উত্তোলন, পায়রা উড়ানো, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৪৮ সলের এদিনে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে ও তার হাতে গড়ে উঠেছিল ছাত্রলীগ। ৭৪ বছরের পথ পাড়ি দিয়ে আজ ২০২২ সালে জন্মদিন পালন করছে ছাত্রলীগ। আবেগ, অনুভূতি, ভালবাসা, প্রত্যাশা ইতিহাস ও ঐতিহ্যের নাম ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের অহংকার। ছাত্রলীগের ঐতিহ্য অনেক। করোনা আবারো বৃদ্ধি পেয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। ছাত্রলীগ একটি আবেগ ঐতিহ্যের সংগঠন। দেশকে করোনামুক্ত রাখতে ছাত্রলীগের দায়িত্ব পালন করতে হবে। সবাইকে মাস্ক অবশ্যই পরতে হবে।
তিনি আরো বলেন, আজ আমরা এমন একটি সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, যখন সারা বিশ্ব করোনা অতিমারিতে পর্যুদস্ত, কোথায় তৃতীয় ও চতুর্থ ঢেউ চলছে। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। গত একদিনে প্রায় ৩০ লাখ মানুষ সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে এবং নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন সেটিও ইতোমধ্যে আমাদের দেশে শনাক্ত হয়েছে। কাজেই আমাদের এখন অত্যন্ত সতর্ক হওয়ার সময়। মনে রাখতে হবে গত বছর যখন করোনা বেড়েছে, তখন চাঁদপুর জেলা বেশি আক্রান্ত জেলার মধ্যে একটি ছিল। আমরা তার পুনরাবৃত্তি চাই না।
তিনি বলেন, আজ যে সমাবেশ এটি করোনা পরিস্থিতির মধ্যে না হলেও ভাল হতো। কিন্তু আমি এটাও বুঝি ছাত্রলীগ আমাদের আবেগ ও ভালবাসার নাম। সেজন্য ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সবাই একত্রিত হতে চেয়েছি। কিন্তু মনে রাখতে হবে, করোনা অতিমারির এ সময় নিজেদের, প্রিয়জনদের, সঙ্গী-সাথীদের এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এলাকার মানুষসহ দেশকে করোনামুক্ত রাখা ছাত্রলীগের প্রতিটি কর্মীর দায়িত্ব এবং কর্তব্য।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে করে মন্ত্রী বলেন, দুই বছর পরেই জাতীয় নির্বাচন। সে নির্বাচনকে সামনে রেখে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবার অপচেষ্টা করছে। তারা এদেশের সুনাম ও সম্মান ক্ষুণ্ন করবার চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। আওয়ামী পরিবারসহ তাদের এই অপচেষ্টাকে এদেশের প্রতিটি সাধারণ মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে এটি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার। সেখানে ছাত্রলীগের রয়েছে বিশাল ভূমিকা।
ডা. দীপু মনি বলেন, তোমরা নেত্রীর উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির কথা। অর্থাৎ তিনি দেশকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বিশ^ শান্তি প্রতিষ্ঠায় তার যে চেষ্টা, তার মানবিকতার যে নির্দশন সেসব কথা মানুষের কাছে বাড়ি বাড়ি পৌঁছে দিবে। এটিও তোমাদের কাজ। আমি আশা করি আমরা সকলে মিলে এই কাজটি করবো, ইনশাআল্লাহ। আবারও শেখ হাসিনাকে জয়যুক্ত করে আমাদের এই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রেখে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করব। রুখে দিব সব চক্রান্ত ও ষড়যন্ত্র এবং স্বাধীনতা বিরোধীদের সব অপচেষ্টা।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোরর্শেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি, সাবেক সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, পৌর ছাত্রলীগের জহির উদ্দিন রবিন পাটওয়ারীসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক বর্তামান নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতা-কর্মী।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। একই সময় সব নেতৃবৃন্দকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন শিক্ষামন্ত্রী এবং ছাত্রলীগের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এর আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা খন্ড-খন্ডভাবে শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়।
উল্লেখ্য, করোনার সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় আনন্দ শোভাযাত্রাটি স্থগিত রেখে মাঠের মধ্যেই প্রতিষ্ঠাবার্ষিকীর সব কার্যক্রম সীমাবদ্ধ রাখা হয়। এর আগে রাত ১২টা ১ মিনিটে জেলা ছাত্রলীগের আয়োজনে হাসান আলী মাঠে ফানুশ উত্তোলন ও আতশবাজি ফুটানো হয়।
০৫ জানুয়ারি, ২০২২।