সজীব খান
চাঁদপুরে জাটকাসহ পিকআপ আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ৩টায় কালিবাড়ী মোড় থেকে পিকআপ ভর্তি জাটকা আটক করেন তারা। আটক জাটকাগুলো সোমবার (১৫ মার্চ) সকাল চাঁদপুরের বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয়।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে তারা কালিবাড়ী মোড়ে অবস্থান করে তাদের দায়িত্ব পালন করছিলেন। জাটকাসহ পিকআপ আসার পথে পুলিশের গাড়ি দেখে তারা পিকআপ থামিয়ে পালিয়ে যায়। পিকআপ থামিয়ে চালকসহ সবাই চলে যাওয়ায় তাদের সন্দেহ হয়। দ্রুত পুলিশ পিকআপের কাছে গিয়ে ড্রামভর্তি জাটকা দেখতে পরে। পরে তারা চারদিকে অনেক খোঁজাখুঁজি করে কাউকে আটক করতে পারেনি। পরে জাটকাসহ পিকআপটি চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, জাটকাসহ পিকআপটি আটক করা হয়। আটকের পর বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ, কোস্টগার্ডকে জানাই। সোমবার মৎস্য কর্মকর্তাদের সাথে নিয়ে আটক জাটকাগুলো চাঁদপুরের বিভিন্ন এতিমখানায় দিয়ে দেয়া হয়। তিনি বলেন, এ জাটকাগুলো যদি না মারতো, তাহলে অভিযানের পর কয়েকশ’ গাড়ি ইলিশ ইলিশ হতো। যারা এ ধরনের কর্মকাণ্ড করে তারা দেশ ও জাতির শত্রু।
১৬ মার্চ, ২০২১।