চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
২০০৬ সালে ২৭ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী লগি-বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে জামায়াতের নেতাকর্মীদের হত্যা এবং অসংখ্য নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদে চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় শহরের বাইতুল আমিন চত্বরে বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাও. বিল্লাল হোসেন মিয়াজী।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। কিন্তু জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ন্ত্রণের নামে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত-বিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।
শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারী বেলায়েত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, সদর উপজেলা জামায়াতের আমীর মো. নাসির উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মহরম আলী, শহর ছাত্রশিবিরের সভাপতি ফারুক হোসাইন।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা, সদর, শহর ও বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক পদক্ষেণ করে।

২৮ অক্টোবর, ২০২৪।